গত শনিবারের ধুন্ধুমারের পর রবিবার অপেক্ষাকৃত শান্ত দার্জিলিং। কোথাও কোনও সংঘর্ষের খবর নেই। তবে সকালে একটি মৌন মিছিল বার করেন মোর্চা সমর্থকেরা। বেলা বাড়লে তাঁদের পূর্ব ঘোষিত কর্মসূচি মেনে ৩ মোর্চা সমর্থকের দেহ নিয়ে মিছিল বার হয় দার্জিলিংয়ে। চকবাজার থেকে মিছিল এগোয়। মিছিলে পা মেলান কয়েক হাজার মোর্চা সমর্থক। ছিল পুলিশি নিরাপত্তার ঘেরাটোপও। রাস্তায় দু’ধারে সারি দিয়ে পুলিশ, আধা-সেনা, কমব্যাট ফোর্স। তবে শান্তিপূর্ণভাবেই দাঁড়িয়ে থেকেছেন তাঁরা। নজর রেখেছেন পরিস্থিতির দিকে। অন্যদিকে রাজপথের তখন দখল নিয়েছেন মোর্চা সমর্থকেরা। মোর্চার দাবি গত শনিবার পুলিশের গুলিতে তাদের ৪ সমর্থকের মৃত্যু হয়। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন। পাল্টা পুলিশের তরফে জানানো হয়েছে মোর্চার ছোঁড়া গুলিতে তাঁদের ১৯ জন কর্মী আহত। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা সংকটজনক। গত শনিবার এক পুলিশ আধিকারিকের গলায় কুকরির কোপও বসান মোর্চা সমর্থকেরা। এদিকে মোর্চার ৩ সমর্থকের দেহ নিয়ে মিছিল থেকে এদিন গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান দেওয়া হয়। অনেকের হাতে ছিল কালো পতাকা। অনেকের হাতে জাতীয় পতাকা। তবে প্ররোচনামূলক কোনও পদক্ষেপ তাঁরা করেননি। এই কদিনে যখনই পুলিশ ও মোর্চা সমর্থকেরা মুখোমুখি হয়েছেন, তখনই রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা। এদিন কিন্তু তার উল্টো ছবিই ধরা পড়েছে।