বীরভূমের রাজনগরে সোমবার ছিল আদিবাসী সমবায় সমিতির নির্বাচন। সেই নির্বাচনকে ঘিরে যে রক্তক্ষয়ী সংঘর্ষ দেখা গেল তা কার্যতই ভয়ংকর। এদিন সকাল থেকেই নির্বাচন ঘিরে রাজনগর ছিল উত্তপ্ত। তৃণমূল ও বিরোধীদের জোট একে অপরের বিরুদ্ধে রুখে দাঁড়ালে অবস্থার অবনতি হয়। দু’পক্ষে প্রবল সংঘর্ষ শুরু হয়। গুলি থেকে তির সবই চলে। গুলি একজনের পেটে ঢুকে যায়। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। তৃণমূলের তরফে মৃত ব্যক্তি তাদের কর্মী বলে দাবি করা হয়েছে। একজন তিরবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। পরে পুলিশের বিশাল বাহিনী এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। এদিকে রাজনগরের পাশাপাশি এদিন ফের নানুরে গুলি চলল। মাছ বিক্রি সেরে বেলা ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন তোতন ঘোষ নামে এক ব্যক্তি। অভিযোগ তৃণমূল কর্মী হিসাবে পরিচিত তোতনকে রাস্তায় গুলি করে পালায় ২ বাইক আরোহী। আহত রক্তাক্ত অবস্থায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।