পাহাড়ে সর্বদল বৈঠকের ডাক দিয়েছিল মোর্চা। দার্জিলিংয়ের জিমখানা ক্লাবের দোতলায় পাহাড়ের সব দলই ছিল উপস্থিত। ছিলনা শুধু তৃণমূল ও বামেরা। বিকেলে বৈঠক শেষ হয়। সূত্রের খবর, বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। যারমধ্যে অন্যতম প্রধান হল আগামী দিনে পাহাড়ে গোর্খাল্যান্ড ইস্যুতেই একমাত্র আন্দোলন হবে। অন্য কোনও বিষয়কে সামনে রেখে নয়। এদিকে পাহাড় পরিস্থিতি নিয়ে তারা রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনায় যাবে না। জিটিএ নির্বাচনেও অংশগ্রহণ করবেনা পাহাড়ের কোনও দল। আগামী ২২ জুন শিলিগুড়িতে সর্বদল বৈঠকেও তারা অনুপস্থিত থাকবে। পাহাড় থেকে সেনা প্রত্যাহার না করা অবধি বন্ধ চলবে। পাশাপাশি এই ইস্যুতে কেন্দ্রের সাহায্য চাইছে মোর্চা সহ অন্য দলগুলি। এ নিয়ে কথা বলতে এদিনই গ্যাংটকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর সঙ্গে দেখা করতে যায় মোর্চার একটি প্রতিনিধিদল। দিল্লিতেও কেন্দ্রের সঙ্গে কথা বলতে যাবে মোর্চার একটি প্রতিনিধি দল। অন্যদিকে পাহাড়ে বন্ধ অব্যাহত। এদিনও পাহাড়ে গোর্খাল্যান্ডের সমর্থনে স্লোগান দেন মোর্চা সমর্থকেরা। অন্যদিকে এদিন কেন্দ্রের কাছে পাহাড় নিয়ে একটি রিপোর্ট পাঠিয়েছে রাজ্য সরকার।