সিংমারিতে অশান্তি ছড়ানো, খুন ও ষড়যন্ত্রের অভিযোগে মোর্চা সুপ্রিমো বিমল গুরুং ও তাঁর স্ত্রী আশা গুরুংয়ের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। এফআইআরে প্রধান অভিযুক্ত হিসাবে বিমল গুরুংয়ের নাম উল্লেখ করা হয়েছে। প্রশাসনের তরফে আগেই জানানো হয়েছিল আইন আইনের পথে চলবে। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় প্রশাসন যা করার করবে। এ প্রশ্নও উঠছিল তবে কী বিমল গুরুং গ্রেফতার হবেন? কারণ তাঁর বিরুদ্ধে পাহাড়ে অশান্তি ছড়ানোর পাশাপাশি বাড়িতে অস্ত্র মজুত করার অভিযোগও রয়েছে। তখন কিন্তু তার সরাসরি উত্তর এড়িয়ে যায় প্রশাসন। কিন্তু এদিনের এফআইআর সেই ইঙ্গিতকে স্পষ্ট করল। এদিকে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় তৃণমূলের ডাকে শিলিগুড়িতে সর্বদল বৈঠকে রাজ্যের প্রথমসারির কোনও বিরোধী দলের প্রতিনিধিকেই দেখতে পাওয়া গেল না। মোর্চা তো আগেই জানিয়ে দিয়েছিল তারা তৃণমূলের ডাকা বৈঠকে অংশ নেবে না। বাম, বিজেপি ও কংগ্রেসও সেই পথেই হাঁটল। তাদের দাবি যে বৈঠকে মুখ্যমন্ত্রীই থাকছেন না সেই বৈঠক থেকে ফলপ্রসূ কিছু বেরিয়ে আসার সম্ভাবনা প্রায় নেই। বৈঠকে মুখ্যমন্ত্রীর থাকার দাবিও তোলে তারা। ফলে বিরোধীদের ছাড়াই এনসিপি, বিএসপি-র প্রতিনিধিদের নিয়ে সর্বদল বৈঠক সারতে হয় তৃণমূলকে।