পাহাড়ে বন্ধ চলছে। মোর্চার ডাকা বন্ধে অচল পরিস্থিতি। এর আগে সিংমারিতে মোর্চার তাণ্ডবের পর পাহাড়ে এখন শ্মশানের নীরবতা। সিংমারির ঘটনার পরই প্রশাসনিক কারণে পাহাড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। যাতে আন্দোলন সোশ্যাল সাইটের দ্বারা প্রভাবিত না হয় বা সোশ্যাল সাইট বা ইন্টারনেটকে কাজে লাগিয়ে যাতে দ্রুত মোর্চা একত্র হয়ে তাণ্ডব চালাতে না পারে সেকথা মাথায় রেখেই এই বন্দোবস্ত বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। সেইসঙ্গে বিজ্ঞপ্তি জারি করে বন্ধ করে দেওয়া হল কেবল সার্ভিসও। স্থানীয় বা জাতীয় নিউজ চ্যানেলও দেখা যাবে না পাহাড়ে। বন্ধ থাকবে কেবল পরিষেবা। আপাতত ২৭ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এদিকে এদিন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, ইন্টারনেট বা কেবল তো দেখার জিনিস। পাহাড়ে তিনি শুনেছেন শিশুর খাবার পর্যন্ত অমিল। মানুষের খাবারে টান পড়েছে। এই অবস্থা চলা উচিত নয় বলেই মোর্চাকে বার্তা দিয়েছেন পার্থবাবু। এর মধ্যে দিয়ে বন্ধ তুলে জনজীবন স্বাভাবিক করার বার্তাও সুস্পষ্ট।