জিটিএ থেকে মোর্চা সদস্যদের ইস্তফা ছিল সময়ের অপেক্ষা। সেই অপেক্ষায় এদিন ইতি টানল তারা। মোর্চা নেতা রোশন গিরি সহ ৪৩ জন মোর্চা সদস্য জিটিএ থেকে ইস্তফা দিলেন। বিমল গুরুং জানিয়েছেন, জিটিএ থেকে ইস্তফার পর পাহাড় নিয়ে আরও বড় আন্দোলনের পথে যাবে মোর্চা। বন্ধ শিথিল করা হবে না বলেও পরিস্কার করে দিয়েছেন মোর্চা সুপ্রিমো। এদিকে মোর্চার বন্ধে এদিনও পাহাড় থমথমে। পর্যটন থেকে চা বাগান সর্বত্রই আর্থিক ক্ষতির চাপা হাহাকার। বহু মানুষ হাপিত্যেশ করে বসে আছেন কবে মিটবে সমস্যা। স্বাভাবিক হবে জনজীবন। ফের কাজে ফিরবেন তাঁরা। এদিকে মোর্চার তরফে পরিস্কার জানানো হয়েছে, একটি মাত্র এজেন্ডাকে সামনে রেখে বন্ধ চলবে। আর গোর্খাল্যান্ড ইস্যুতে তাঁরা রাজ্যের সঙ্গে কোনও আলোচনায় যাবেন না। কেবল কেন্দ্রের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চান তাঁরা।