State

চকবাজারে কয়েক হাজার মানুষের মিছিল করল মোর্চা

মোর্চার ডাকে দার্জিলিংয়ে বন্‌ধ এদিন ১৩ দিনে পা দিল। এদিনও গোটা দার্জিলিং শহরটা থমথম করছে। কোথাও যানবাহনের দেখা নেই। খোলেনি দোকানপাট। এরমধ্যেই এদিন মোর্চার কয়েক হাজার সমর্থক রাস্তায় নামেন। পালতেবাস, সিংমারি ও দার্জিলিং স্টেশন থেকে মিছিল করে তাঁরা চকবাজারে জমায়েত করে জেলাশাসকের দফতরের দিকে এগোন। কয়েক হাজার সমর্থকের ভিড়ে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। যদিও মোর্চার আন্দোলনের পুরোভাগে সবসময়েই মহিলাদের প্রাধান্য প্রথম দিন থেকে চোখে পড়েছে। এদিনও তার অন্যথা হয়নি। মিছিলকে কেন্দ্র করে প্রচুর পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছিল। তবে শান্তিপূর্ণ মিছিল হওয়ায় কোনও অশান্তি ছড়ায়নি। মিছিলকারীদের মুখে ছিল স্লোগান। মোদী সরকারের কাছে ন্যায় বিচার চাওয়ার পাশাপাশি ছিল রাজ্য সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ। এদিকে এদিন সমতলে শিলিগুড়িতেও বাসের দেখা কমই মিলেছে। শিলিগুড়ি থেকে সিকিমগামী বাস সম্পূর্ণ বন্ধ। ফলে বেজায় সমস্যায় পড়েন পর্যটকেরা।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button