বাংলাদেশি শিশুপাচারকারী সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন মহিলার ওপর পাশবিক অত্যাচার করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা গ্রামের বাসিন্দাদের একাংশ। ৪২ বছর বয়সী ওতেরা বিবির ওপর প্রায় ৩ ঘণ্টা শারীরিক ও মানসিক অত্যাচার চালায় জনতা। বেশ কয়েকজন যুবক তাঁর পোশাক খুলে নিয়ে অত্যাচার শুরু করে। ওই মহিলা কিছু বলার চেষ্টা করলেও তাঁর একটাও কথা শোনা হয়নি বলে অভিযোগ। বরং তাঁকে ট্রাক্টরের সঙ্গে বেঁধে শুরু হয় অত্যাচার। এভাবে টানা ৩ ঘণ্টা চলার পর পুলিশ তাঁকে উদ্ধার করতে সমর্থ হয়। রক্তাক্ত অবস্থায় ওতেরা বিবিকে হাসপাতালে ভর্তি করা হলেও তাঁকে বাঁচানো যায়নি। স্থানীয়দের অভিযোগ, ওই মহিলাকে রাত ৩টের সময় গ্রামের বাসিন্দা ঘোষ পরিবারের বাড়িতে লুকিয়ে হাতে একটা কিছু নিয়ে ঢুকতে দেখা যায়। মুহুর্তে খবর ছড়ায় ঘোষ পরিবারের কিশোরী মেয়েকে চুরি করতে হাতে ক্লোরোফর্মের শিশি নিয়ে এক বাংলাদেশি শিশুপাচারকারী গ্রামে ঢুকেছে। তারপরই শুরু হয় ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধরে প্রহার। অন্যদিকে ওই মহিলার পরিবারের তরফে দাবি করা হয়েছে, ওতেরা বিবি বেশ কয়েক বছর ধরেই মানসিক ভারসাম্যহীন। তাঁর চিকিৎসা চলছে। এদিন রাতে কাউকে কিছু না জানিয়ে আচমকাই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তারপর এই ঘটনা। পুলিশের তরফে আশ্বস্ত করে জানানো হয়েছে যাঁরা এভাবে গুজব ছড়িয়ে এক মানসিক ভারসাম্যহীন মহিলার ওপর এমন পাশবিক অত্যাচার চালাল তাদের রেহাই দেওয়া হবে না।