পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার ডাকা বন্ধের ১৪ তম দিনেও উত্তপ্ত পাহাড়। দার্জিলিংয়ে জিটিএ-র ইঞ্জিনিয়ারিং ডিভিশনে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। সম্পূর্ণ ভবনই পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িটির ইন্টিরিয়রের অধিকাংশই কাঠের হওয়ায় দ্রুত আগুন ছড়ায়। মঙ্গলবার রাতে আগুন লাগানো হলেও আগুন জ্বলতে থাকে বুধবার সকাল পর্যন্ত। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দফতরের সব নথি পুড়ে গেছে। এই প্রথম মোর্চার বিরুদ্ধে কোনও জিটিএ-র দফতরে আগুন লাগানোর অভিযোগ উঠল। যদিও মোর্চা এই আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে। এদিকে এদিনও দার্জিলিংয়ে গোর্খাল্যান্ডের দাবিতে মিছিল বার করে মোর্চা। মিছিলের অগ্রভাগে ছিল কচিকাঁচারা। সবে হাঁটতে শেখা শিশুদের নিয়ে, তাদের দিয়ে গোর্খাল্যান্ডের দাবিতে স্লোগান তোলাকে সমালোচনা করেছেন অনেকেই। যাদের এখন খেলার বয়স, তাদের এধরণের কর্মসূচিতে যুক্ত করাকে ভাল চোখে দেখছেন না অনেকেই। এদিকে এদিন গানে গানে গোর্খাল্যান্ডের দাবি তোলেন মোর্চার ছাত্র সংগঠনের সদস্যরা। ছাত্রছাত্রীরা গানের সুরে দার্জিলিংয়ের ম্যালে দাঁড়িয়ে গোর্খাল্যান্ডের দাবিতে সোচ্চার হন।