নিজেদের মধ্যে শত্রুতা। তার জেরে গুলি। আর সেই গুলিতেই বেঘোরে প্রাণ গেল বউভাতে আমন্ত্রিত এক মহিলার। পুলিশ সূত্রের খবর, আসানসোলের ওই বউভাতের অনুষ্ঠানে তখন ডিজে বাজছিল। আর তার তালে তালে অতিথিদের অনেকেই নাচছিলেন। সেইসময়েই আচমকা গুলি চলে। বরের ভাই কিষাণ বাউরির সঙ্গে বউভাতের অনুষ্ঠানে হাজির হয়েছিল কিষাণের বন্ধু অলোক সাই। অলোক আর কিষাণ একই জায়গায় কাজ করে। পুলিশের অনুমান সেখানেই দুজনের মধ্যে কোনও জটিলতার সৃষ্টি হয়েছিল। মত্ত অবস্থায় থাকা অলোকের সঙ্গে বউভাতের অনুষ্ঠানেই তা নিয়ে বচসা শুরু হয়। তারপরই গুলি চালায় অলোক। লক্ষ্য ছিল কিষাণ। কিন্তু মত্ত অবস্থায় এলোপাথাড়ি গুলিতে কিষাণের পাশাপাশি গুলি গিয়ে লাগে বউভাতে অতিথি অনিতা বাউরি ও আর একজনের গায়ে। লুটিয়ে পড়েন তাঁরা। গুলির আওয়াজে শুরু হয় হুড়োহুড়ি, আর্তনাদ। আহত ৩ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই অনিতা বাউরির মৃত্যু হয়। কিষাণ ও আর এক অতিথির চিকিৎসা চলছে। এদিকে বন্দুক হাতে মত্ত অলোককে স্থানীয়রাই ধরে ফেলেন। তারপর শুরু হয় বেদম প্রহার। জনতার মারে গুরুতর আহত অলোকও আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।