
পাহাড়ে গোর্খাল্যান্ডের আন্দোলনে কিছুটা ব্যাকফুটে গিয়ে আপাতত ভেসে থাকার লড়াই চালাচ্ছে মোর্চা। এদিন দার্জিলিংয়ের ছ’মাইল এলাকায় একটি পুলিশের জিপে আগুন ধরিয়ে দেয় মোর্চা। যদিও পুলিশের এই দাবি নস্যাৎ করে মোর্চা জানিয়েছে তারা এমন কিছুই করেনি। এদিনও বন্ধের মধ্যেই মিছিল বার করে মোর্চা। সরকারকে চাপে রাখার যাবতীয় কৌশল চালিয়ে যাচ্ছে তারা। তবে তা যে ধার হারিয়েছে তা অনেকেই মেনে নিচ্ছেন। এদিকে কার্শিয়ঙয়ে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোর্চার আন্দোলন কিছুটা শিথিল হলেও বন্ধ থেকে পাহাড়ের মুক্তি কবে তা এখনও পরিস্কার নয়।