State

কন্যা সন্তান, নির্যাতন এবং এক ‘আত্মহনন’

কন্যা সন্তান জন্মানোয় গৃহবধূর ওপর অত্যাচারের ঘটনা সামনে এল। অভিযোগ নদিয়ার চাকদহের বাসিন্দা বেবি দে-র সঙ্গে ২০১২ সালে বিয়ে হয় বালিয়ার কৌশিক রায়ের। বিয়ে বেশ ধুমধাম করেই হয়েছিল। তারপরও সব ঠিকঠাক ছিল। কিন্তু সমস্যা শুরু হয় কন্যা সন্তান হওয়ার পর থেকে। কন্যা সন্তান জন্ম দেওয়ার ‘অপরাধ’-এ তারপর থেকে গৃহবধূর সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার ও নির্যাতন শুরু করে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। রাগে, অপমানে বাপের বাড়ি চলে যান বেবি। কিছুদিন আগে তাঁকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনে স্বামী কৌশিক। স্বামীর ঘর করতে ফিরেও আসেন বেবি। কিন্তু ফের শুরু হয় অত্যাচার। গত রবিবার বেবির বাড়িতে ফোন করে জানানো হয় তাঁদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বেবির বাড়ির লোকজন এসে দেখেন সিলিং থেকে ঝুলছে বেবির দেহ। ঘটনার পরই থানায় গিয়ে আত্মসমর্পণ করে মৃতার স্বামী। পরে তার শাশুড়ি শান্তি রায়কেও গ্রেফতার করে পুলিশ। বেবির দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button