এদিন ফের উত্তপ্ত হল পাহাড়। গত কদিনে মোর্চা মিছিল বার করেছে। ছোট ছোট বাচ্চাদের মিছিলে সামিল করে সমালোচনাও কুড়িয়েছে। তবে হিংসাত্মক পথে পা বাড়ায়নি। এদিন ফের সেই পথে হাঁটল তারা। তবে দার্জিলিং নয়, কালিম্পংয়ে। এদিন গোর্খাল্যান্ডের দাবিতে কালিম্পংয়ে কুকরি মিছিল বার করে যুব মোর্চা। শহর ঘুরে সুপার মার্কেটের সামনে হাজির হয় তারা। অভিযোগ তখনই মিছিল থেকে সুপার মার্কেট লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়া হয়। ফলে মার্কেটে আগুন লেগে যায়। এই সুপার মার্কেটেই স্থানীয় তৃণমূল কার্যালয় রয়েছে। আগুন নেভাতে হাজির হয় দমকল। বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন লাগানোর কথা অস্বীকার করেছে মোর্চা। এদিন মোর্চার মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। পাল্টা পুলিশও লাঠিচার্জ করে মোর্চা সমর্থকদের ওপর। মারমুখী মোর্চা সমর্থকদের আটকাতে কাঁদানে গ্যাসও ছুঁড়তে হয় পুলিশকে। এদিকে এদিন দার্জিলিংয়েও বিশাল মিছিল করে মোর্চা। মিছিলে হাজির ছিলেন কয়েক হাজার মানুষ। সকলের গলায় ছিল গোর্খাল্যান্ডের দাবি। তবে আন্দোলনের পাশাপাশি জিএনএলএফ-মোর্চা দূরত্ব কিন্তু বাড়ছে। মোর্চার তরফে জিএনএলএফ-কে তাদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে।