হুগলির শ্রীরামপুরের বিবিরবেড় এলাকা। এখানেই গত শনিবার রাত ১০টা নাগাদ স্থানীয় অগ্রদূত ক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন বছর ২১-এর যুবক অতনু ঘোষ। এলাকায় মন্টু নামেই বেশি পরিচিত অতনু পেশায় দরজি। এদিন ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকার সময়ে আচমকাই বাইকে করে দুষ্কৃতীরা হাজির হয়ে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। অতনুর মাথায় গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। গুলির আওয়াজে আশপাশের লোকজন ছুটে এলে মুখে কালো কাপড় বাঁধা দুষ্কৃতীরা বোমা ছুঁড়তে ছুঁড়তে এলাকা থেকে পালিয়ে যায়। অতনুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনার কিছুক্ষণ পর একইভাবে শ্যুটআউটের ঘটনা ঘটে হুগলির বৈদ্যবাটিতে। পুলিশ সূত্রের খবর, এখানে সুদান নামে এক ব্যক্তি শ্মশান থেকে মৃতদেহ সৎকারের পর বাড়ি ফিরছিলেন। স্থানীয় কেসি চ্যাটার্জী স্ট্রিটের কাছে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় সুদানকে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই ব্যক্তি। এই ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ।