পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে লাগাতার বন্ধের মাঝে এদিন পাহাড়ে বৈঠক করল মোর্চা। সমন্বয় কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনার পর মোর্চার তরফে জানানো হয়, বন্ধের রাস্তা থেকে তারা সরছে না। পাহাড়ে বন্ধ অব্যাহত থাকবে। সেইসঙ্গে জেলাশাসকের দফতর সহ বিভিন্ন সরকারি দফতরে ঘেরাও শুরু করবে মোর্চা। আগামী ১৪ জুলাই থেকেই ঘেরাও কর্মসূচি শুরু হবে। যার আওতা থেকে বাদ যাবে না ডুয়ার্সও। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘেরাও চলবে। এছাড়া ১৫ জুলাই থেকে আমরণ অনশনের পথে হাঁটছে মোর্চা।
শুধু পাহাড়েই নয়, গোর্খাল্যান্ডের দাবি দিল্লির কানে পৌঁছে দিতে দিল্লির যন্তরমন্তরেও ধর্নায় বসবেন মোর্চা নেতৃত্ব। এদিকে মঙ্গলবার সাতসকালে জিটিএ-র যুব ও ক্রীড়া দফতরের অফিসে আগুন ধরে যায়। মোর্চাই এই আগুন লাগিয়েছে বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। আগুনে গোটা দফতরের অধিকাংশই ভস্মীভূত হয়ে যায়। অন্যদিকে এদিন দিঘায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পাহাড়ের পরিস্থিতির জন্য কেন্দ্রকে দায়ী করে সাফ জানান, পাহাড়কে আলাদা হতে তিনি দেবেন না।