পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আগুন, ভাঙচুরের রাস্তা থেকে সরছে না মোর্চা। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত একের পর এক সরকারি দফতর, বনবাংলো, কর্মচারিদের কোয়ার্টারে অগ্নিসংযোগ, ভাঙচুরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। দুধেরা রেঞ্জের সালেবঙ্গ বিট অফিসের আধিকারিকদের কোয়ার্টার ও রেস্ট হাউসে আগুন লাগিয়ে দেয় মুখোশধারী দুষ্কৃতীরা। সংখ্যায় তারা প্রায় ৩০ জন ছিল। অনেকগুলি কোয়ার্টার আগুনে ভস্মীভূত হয়ে যায়।
দার্জিলিংয়ের ধোপর ও কালিম্পংয়ের তিস্তা বনবাংলোয় আগুন লাগানোর ঘটনা ঘটেছে। কালিম্পংয়ে তামাং বোর্ডের চেয়ারম্যানের বাড়িতেও অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া গত বুধবার সন্ধেয় সুকনার রেভিনিউ ইন্সপেক্টরের অফিসে ও ম্যালে টুরিস্ট ইনফরমেশন সেন্টারে আগুন লাগায় মোর্চা। তিস্তা বাজারে এদিন সিকিমগামী বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালান মোর্চা সমর্থকেরা। আগুন লাগানোর ঘটনা ঘটে ধোত্রে বনবাংলোতেও।