
দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে খুন হলেন এক তৃণমূল নেতা। মৃতের নাম আবু জাহের মোল্লা। তাঁকে প্রথমে গুলি করে দুষ্কৃতীরা। পরে কুপিয়ে খুন করা হয় বলে পুলিশ সূত্রে খবর। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আর এক তৃণমূল নেতাও। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। বাইকে করে ফেরার সময় দুষ্কৃতীরা জাহের মোল্লাকে খুন করে। এদিকে ভোটের মুখে তৃণমূল নেতা খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের তরফে সিপিএম ও কংগ্রেসের দিকেই আঙুল তোলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।