স্কুল থেকে ফিরে খেলতে গিয়েছিল কাছের পোলট্রি ফার্ম লাগোয়া ফাঁকা জমিতে। খেলতে খেলতে পোলট্রি ফার্মের মুরগিদের জাল ঘেরা চত্বরের চারপাশ দিয়ে লাগানো তারে হাত দিয়ে ফেলে ২ জন। ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাদের। বন্ধুদের বাঁচাতে এসে একই অবস্থার শিকার হয় আরও একটি বাচ্চা। তবে তার ক্ষেত্রে এমন মর্মান্তিক পরিণতি হয়নি। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। উত্তর ২৪ পরগনার অশোকনগরের ঘটনা। পোলট্রি ফার্মের মালিক মুরগির জালের ঘেরাটোপের বাইরে দিয়ে একটি তার দিয়ে গণ্ডি করে রেখেছিলেন। তারে ছিল বিদ্যুৎ। বাইরের অন্য পশুদের হাত থেকে পোলট্রি ফার্মকে বাঁচাতেই নাকি এই উদ্যোগ। কিন্তু সেকথা আশপাশের লোকজনের তেমন জানা ছিল না।
এদিন ঘটনার পর জানাজানি হতেই পোলট্রি ফার্মে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আগুন লাগিয়ে দেওয়া হয় ফার্মে। স্থানীয়দের অভিযোগ পোলট্রি ফার্মের চারপাশে তার দিয়ে তাতে যে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছিল তাও নেওয়া হয়েছিল অবৈধভাবে হুকিং করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।