স্কুলের পাশের তিলখেতে আগুন লেগে অসুস্থ শতাধিক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার সুদপুর হাইস্কুলে। স্কুলের পাশেই বিশাল খেতজমি। সেখানেই তিল চাষ হয়েছিল। সেই খেতে এদিন আচমকা আগুন লাগে। আগুন থেকে যে ধোঁয়া বের হয় তা স্কুলের ক্লাসঘরে প্রবেশ করে। আর তাতেই অসুস্থ হয়ে পড়ে স্কুলের শতাধিক ছাত্রী। শুরু হয় প্রবল শ্বাসকষ্ট।
ছাত্রীদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বাকি অসুস্থ পড়ুয়াদের জন্য স্কুলেই চিকিৎসকেরা হাজির হন। চলে প্রাথমিক শুশ্রূষা। এদিকে কীভাবে এই ঘটনা ঘটল তা দেখতে এদিন স্কুলে হাজির হন প্রশাসনের পদস্থ আধিকারিকরা। কে বা কারা তিলখেতে আগুন ধরিয়েছে তারও খোঁজ শুরু হয়েছে।