
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবককে বেধড়ক মারধর করল কয়েকজন মত্ত যুবক। ঘটনাটি ঘটেছে জগদ্দলের কেউটিয়া এলাকায়। জয়দীপ বিশ্বাস নামে আহত ওই যুবক কল্যাণীর একটি হাসপাতালে ভর্তি। জয়দীপ বহরমপুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। স্থানীয় লোকজনের দাবি, রং খেলার পর কাছের একটি পুকুরে স্নান করতে নেমেছিল দশম শ্রেণির দুই ছাত্রী। সেই সময় পাশের পাড়ার জনা দশেক যুবক মত্ত অবস্থায় তাদের রং মাখানোর চেষ্টা করে। মেয়েদুটির চেঁচামেচি শুনে জয়দীপ এগিয়ে এসে প্রতিবাদ করলে তখনকার মত চলে যায় ওই যুবকরা। কিছুক্ষণ পর তারা ফিরে এসে জয়দীপকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের কাছে অভিযোগ দায়ের হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।