
ফের হাতির হানা। মালবাজারের একটি চা বাগানে এদিন ঢুকে পড়ে ২৫টি হাতির একটি দল। কয়েকটি ছোট হাতি বাদ দিলে অধিকাংশ হাতিই পূর্ণবয়স্ক। স্থানীয়দের দাবি, বাগান লাগোয়া বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে হাতিগুলি এদিন ভোরেই চা বাগানে ঢুকে তাণ্ডব শুরু করে। আতঙ্কে চা শ্রমিকরা কাজ ফেলে পালিয়ে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বন দফতরের কর্মীরা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এভাবে হাতির দল কোথাও ঢুকে পড়লে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তাদের সেখান থেকে বার করা কঠিন হয়। এদিকে বেলা যত গড়িয়েছে চা বাগানে ততই দাপিয়ে বেড়িয়েছে দামাল হাতির দল।