খানাকুলের কাছে ধান্যঘোরিতে নদীতে পারাপারের জন্য নৌকা বড় ভরসা। কিন্তু প্রবল বৃষ্টিতে নদী এখন টইটম্বুর। সেই ভরা নদীতে এদিন সন্ধেবেলা ৫০ জন যাত্রী নিয়ে পারাপার করার জন্য ছেড়েছিল নৌকা। স্থানীয় সূত্রের খবর, অন্ধকারে ভাল দেখা যাচ্ছিল না। তারমধ্যে নদীতে জলের টান ছিল। ফলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে পারের কাছেই একটি ঝুলে পড়া গাছে ধাক্কা খেয়ে উল্টে যায় নৌকা।
যাত্রীদের অনেকে সাঁতরে পাড়ে উঠলেও ৩ জন মহিলার খোঁজ নেই। অন্ধকার হওয়ায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। এদিকে রূপনারায়ণ নদের জল বেড়েছে। প্রবল স্রোতে ভেঙেছে বাঁধ। ফলে জল ঢুকছে লোকালয়ে। ৩০টি বাড়ি ভেসে গেছে। আতঙ্ক বেড়েছে আশপাশের মানুষের।