
বাড়িতে ঢুকে প্রেমিকাকে কুপিয়ে হত্যার চেষ্টা করল প্রেমিক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রেমিকা। প্রেমিক প্রসেনজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার এলাকায়। পুলিশ সূত্রের খবর, দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত প্রসেনজিতের। কিছুদিনের সম্পর্ক। এরমধ্যেই ওই মেয়েটির বাড়ি থেকে তার বিয়ের ঠিক হয়।
অভিযোগ, তাকে প্রত্যাখ্যান করে প্রেমিকা বিয়ে করছে জানতে পেরে এদিন সন্ধেয় আচমকাই প্রেমিকার বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হানা দেয় প্রসেনজিৎ। তারপর মেয়েটিকে সামনে পেয়ে তাকে ধারালো অস্ত্রের কোপ মারে। যদিও তারপরই তাকে পাড়া প্রতিবেশিরা ধরে ফেলেন। শুরু হয় মার। ব্যাপক মারধরের পর অভিযুক্ত প্রসেনজিৎ মণ্ডলকে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশিরা। মেয়েটির চিকিৎসা চলছে।