একটানা বৃষ্টি আর তার সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার দাপটে দক্ষিণবঙ্গের নদনদীগুলির সঙ্গে ফুঁসছে মুণ্ডেশ্বরী নদী। সেই জলে প্লাবিত আরামবাগ, খানাকুলের বিস্তীর্ণ এলাকা। গ্রামের পর গ্রাম জলের তলায় চলে গেছে। এরমধ্যেই ঘটে গেল দুর্ঘটনা।
প্রায় ২৫ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় মুণ্ডেশ্বরী নদীতে শুক্রবার সকালে উল্টে গেল নৌকা। ১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ২৪ জন জলের স্রোতে ভেসে যান। জলে প্রবল স্রোত থাকায় উদ্ধারে কিছুটা সমস্যা হয়। বৃষ্টি কমলেও এখনও জলমগ্ন বহু এলাকা। নদী, চাষজমি, সড়ক কিছুই আলাদা করা যাচ্ছে না।