State

এয়ার লিফটের চেষ্টা করেও ফল হলনা, সাহস পেলেন না দুর্গতরা

জলপথে ফেরানো সম্ভব নয়। প্রবল স্রোতে বাড়ির চারপাশ দিয়ে বইছে জল। জলে যা টান রয়েছে তাতে উদ্ধারকারীদের নৌকাও উল্টে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে ঝুঁকি নেওয়া যাবে না। এদিকে দু-একটি বাড়ি মিলিয়ে বেশ কয়েকজন আটকে। তাঁদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করাও জরুরি। সবদিক বিবেচনা করে সেনার সাহায্য চায় নবান্ন। ব্যারাকপুর থেকে সেনা হেলিকপ্টার পাঠানো হয়। যদিও সবকিছু সম্পূর্ণ হতে বিকেল নেমে যায়। হেলিকপ্টার যখন জলের মাঝে আটকে থাকা মানুষগুলোর কাছ পর্যন্ত পৌঁছয় ততক্ষণে বিকেল নেমে গেলে। তারমধ্যে দড়ির সিঁড়ি বেয়ে উপরে উঠতে সাহস পাচ্ছিলেন না বাড়ির সাধারণ বাসিন্দারা।

এনডিআরএফ থেকে পুলিশ সকলেই তাঁদের সাহস যোগাতে থাকেন। পরে এনডিআরএফ জওয়ানরা নিজেরা উঠে নেমে হাতেকলমে করে দেখান কীভাবে ওপরে উঠতে হবে বা ব্যাপারটা কতটা সহজ। কিন্তু তাতেও বোঝানো যায়নি দুর্গত মানুষগুলোকে। এসবের মধ্যেই সন্ধে নেমে যাওয়ায় এদিন আর উদ্ধার সম্ভব হয়নি। শনিবার সকাল থেকে ফের উদ্ধারের চেষ্টা শুরু হবে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button