
বারাসতে ভলিবল খেলোয়াড় খুনের ঘটনায় অভিযুক্ত সুব্রত সিনহাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে জগদ্দল থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকেলে বারাসতের নতুন পুকুর অ্যাসোসিয়েশনের মাঠে অনুশীলন করছিলেন বাংলা জুনিয়র ভলিবল দলের খেলোয়াড় সঙ্গীতা আইচ। অভিযোগ, সে সময় বছর পনেরোর ওই কিশোরীকে মাঠে ঢুকে সকলের সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে জাতীয় ভলিবল দলের খেলোয়াড় সুব্রত সিনহা ওরফে রাজা। তারপর মাঠের মধ্যে পড়ে থাকা একটি জার্সি দিয়ে রক্ত মুছে সেখান থেকে চলে যায়। পুলিশের প্রাথমিক অনুমান ব্যক্তিগত আক্রোশ থেকেই এই খুন। সঙ্গীতার বাড়ির লোকের দাবি, তাদের মেয়েকে অনেকদিন ধরেই বিরক্ত করছে রাজা। এনিয়ে পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন তাঁরা। তবে কী প্রণয়ে প্রত্যাখ্যান মেনে নিতে পারেনি রাজা? আর সে কারণেই এমন নৃশংসভাবে এক কিশোরীর জীবন শেষ করে দিল সে? কারণ খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।