
মোর্চা নেতা নরবু জি লামাকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতেই তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত মোর্চা নেতার বিরুদ্ধে অভিযোগ গত ৮ জুন ভানু ভবনে যে তাণ্ডব চালিয়েছিল মোর্চা, তার অন্যতম নেতা ছিলেন লামা। তাঁর বিরুদ্ধে পুলিশকে আক্রমণ, অশান্তি ছড়ানো, পুলিশের গাড়িতে অগ্নি সংযোগ সহ একগুচ্ছ অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, শিলিগুড়ির শালুগাড়ায় লুকিয়ে ছিলেন এই মোর্চা নেতা। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে গোপন আস্তানা থেকে রাতেই আটক করে পুলিশ। শনিবার নরবু জি লামাকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁর ৭ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।