
আগ্নেয়াস্ত্র সহ বহিরাগতরা তাঁর বাড়িতে আশ্রয় নিয়েছে। এই অভিযোগে আসানসোলের তৃণমূল নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। শুক্রবার রাতে এই তল্লাশি অভিযান চালায় পুলিশ। এভাবে তাঁদের দলের এক নেতার বাড়িতে ঢুকে তল্লাশিতে ক্ষুব্ধ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার প্রতিবাদে স্থানীয় দুই কাউন্সিলরের নেতৃত্বে এদিন এক ঘণ্টা আসানসোলের কোর্ট মোড়ে পথ অবরোধ করা হয়। দিনের ব্যস্ত সময়ে অবরোধের জেরে বেজায় সমস্যায় পড়েন আমজনতা। এদিকে ভোটের মুখে দলীয় নেতার বাড়িতে তল্লাশিতে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।