ভুলের মধ্যে বাসে বাড়ি ফেরার সময় এক যুবকের পাশে বসেছিলেন অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। এটাই তাঁর অপরাধ! একথা দ্রুত রটে যায় গ্রামে। কার্যত ঢি ঢি পড়ে যায়। মালদহের পাহাড়ভিটা গ্রামে এর ‘বিহিত’ করতে বসে সালিশি সভা। সেই সভায় ‘দোষী’ সাব্যস্ত হন ওই আদিবাসী গৃহবধূ।
ওই মহিলার দাবি, শাস্তি হিসাবে তাঁকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়। রাতে তাঁর ঘরে ঢুকে চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় ওই সাত মাসের অন্তঃসত্ত্বাকে। এরপর আর চুপ থাকেননি তিনি। মঙ্গলবার সকালে সোজা হাজির হন গাজোল থানায়। গ্রামের ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যদিও অভিযুক্তদের কাউকে এখনও গ্রেফতার করে উঠতে পারেনি পুলিশ।