
ঘরের মধ্যেই খেলা করছিল ৩ বছরের তিয়াস। ছোট্ট ছেলেটা খেলার ছলেই চাকা লাগানো টেবিলের পায়া ধরে টান মেরেছিল। আর সেইটাই হল ভয়ংকর। পায়া টানতেই টেবিলের টাল গেল উল্টে। আর টেবিলের ওপরে রাখা বিশাল টিভি সেট সমেত টেবিল উল্টে গিয়ে পড়ল তিয়াস মল্লিকের ছোট্ট দেহটার ওপর।
এমনই দাবি করেছেন তিয়াসের মা। তখনই ছুটে এসে টেবিল, টিভি সরিয়ে রক্তাক্ত অবস্থায় তিয়াসকে বার করে নিয়ে যান হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার। এই ঘটনার খবরে শোকাহত বনগাঁর ভাসানপোতা এলাকার অনেকেই। ছোট্ট শিশুর এমন মর্মান্তিক পরিণতি এখনও মেনে নিতে পারছেন না পাড়া প্রতিবেশিরা।