
লাভপুরে সিপিএমের মিছিলে হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্য ২ জন তৃণমূল কর্মী রয়েছেন। তৃতীয়জন সিপিএম কর্মী। শাসকদলকে সন্তুষ্ট করতেই পুলিশ তাদের কর্মীকে গ্রেফতার করেছে বলে দাবি করেছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। তাঁদেরই মারা হল, আবার তাঁদেরই দলীয় কর্মীকে গ্রেফতার করা হল, বলে অভিযোগ করেছেন তাঁরা। যদিও পুলিশের দাবি, দুই দলের অভিযোগের ভিত্তিতেই তিনজনকে গ্রেফতার করেছে তারা। এদিকে লাভপুরের গ্রামছাড়া এক মহিলা ভোট দিতে গ্রামে ফেরার আর্জি নিয়ে এদিন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। ২০১০ সালে তাঁর তিন ছেলে খুন হওয়ার পর গ্রাম ছাড়েন জারিনা বিবি নামে ওই মহিলা। বিষয়টি খতিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে কমিশন।