রবিবার রাজ্যের ৭টি পুরসভায় ছিল নির্বাচন। এদিন ভোগগ্রহণ হয় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বীরভূমের নলহাটি, নদিয়ার কুপার্স ক্যাম্প, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর, জলপাইগুড়ির ধূপগুড়ি এবং পশ্চিম মেদিনীপুরের হলদিয়া ও পাঁশকুড়া পুরসভায়। বর্তমানে ৭টির মধ্যে ৬টিতেই ক্ষমতায় তৃণমূল।
এদিন সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন জায়গায় উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। কোথাও বোমাবাজি, তো কোথাও অগ্নিসংযোগ, কোথাও পাথরবৃষ্টি, তো কোথাও পুলিশ বা প্রার্থী-সমর্থককে মারের অভিযোগ সামনে এসেছে। কোথাও আবার ইভিএম নিয়েই পালিয়ে যাওয়ার মত খবরও চমকে দিয়েছে সকলকে। যা পরিস্থিতি দেখা গেল তাতে আগামী বছর পঞ্চায়েত নির্বাচনে প্রমাদ গুনছেন সাধারণ মানুষ।
এদিকে সর্বত্র যখন পুরভোট ঘিরে অশান্তি চরমে উঠেছে, তখন জলপাইগুড়ি বানভাসি চেহারা নিয়েছে। তারমধ্যেই ভোটগ্রহণ হলেও ধূপগুড়ির ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে জলের কারণে ভোটগ্রহণ সম্ভব হয়নি। এই ২ ওয়ার্ডে ভোট হবে আগামী ১৬ অগাস্ট।