৭টি পুরসভার নির্বাচনকে কেন্দ্র করে চরমে উঠল উত্তেজনা। দিনভর মিলেছে অশান্তির খবর। দুর্গাপুর পুরসভার নির্বাচন এদিন সকালে নির্বিঘ্নে শুরু হলেও তারপর থেকেই ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয় ১৩ নম্বর ওয়ার্ডে। এখানে সকালে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটে। ভোটারদের ছত্রভঙ্গ করতেই এই তাণ্ডব বলে মনে করছে পুলিশ প্রশাসন। গুলি চলারও অভিযোগ উঠেছে। তবে কোনও গুলি চলার কথা অস্বীকার করেছে পুলিশ। বহিরাগত বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। অশান্তি পাকাতে ভিনরাজ্য থেকে বিজেপি লোকজন নিয়ে এসেছে বলে অভিযোগ করেছে তৃণমূল। পাল্টা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোটে সন্ত্রাসের অভিযোগ করে জি টি রোড অবরোধ করে। ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর ফের দুপুরের দিকে কাদা রোডের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুড়ি মুড়কির মত পাথর বর্ষণ শুরু হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় ২টি বাইকে। এক পুলিশকর্মীকে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার হয়। প্রথমে দুষ্কৃতী তাণ্ডবে পুলিশ এঁটে উঠতে না পারলেও পরে কমব্যাট ফোর্স এসে অবস্থা আয়ত্তে আনে। প্রবল বৃষ্টির মধ্যেও এলাকায় ছিল চাপা উত্তেজনা। পরে আসানসোল পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী কাদা রোডের পাশের গ্রামে ঢুকে তল্লাশি শুরু করে। সঙ্গে ছিলেন কমব্যাট ফোর্সের জওয়ানরা। গ্রাম থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।