বীরভূমের নলহাটিতে এদিন পুরভোটে অশান্তি ছড়াল। এখানে প্রধান যুযুধান পক্ষ তৃণমূল ও নির্দল। নলহাটি মাধ্যমিক বিদ্যালয়ে এদিন সকাল থেকেই উত্তেজনা ছিল। এখানে ভোটকর্মীদের মারধরের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ মারধর করা হয়েছে প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের। এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে বুথের মধ্যে থেকে ইভিএম তুলে নিয়ে যাওয়ার অভিযোগও সামনে এসেছে। পরে আবার ২ মহিলা সেই ইভিএম উদ্ধার করে ফেরত নিয়ে আসেন। নির্দলের তরফে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিন ভোট চলাকালীন ওই বুথে এমন তাণ্ডব হয় যে ভয়ে অনেক ভোটার যেদিকে পারেন ছুট দেন। দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখে আতঙ্কে দু-একজন পাশের পুকুরেও লাফ দেন। তৃণমূল ও নির্দল কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে প্রচুর পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনে। এখানে খবর সংগ্রহে গিয়ে মার খেতে হয় কয়েকজন সাংবাদিককেও।