দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভাতেও এদিন ছিল পুরভোট। সকালে ভোটগ্রহণের পর থেকে এখানে টুকটাক অশান্তির খবর মিলছিল। ৬ নম্বর ওয়ার্ডে ভোট দিতে যাওয়ার সময় সকালে বিজেপি প্রার্থী সুবোধ হাজরাকেই মারধরের অভিযোগ উঠেছে। মেরে তাঁর কান ফাটিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও শাসকদলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
উত্তেজনা ছিল পাশের ৫ নম্বর ওয়ার্ডেও। দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ সামনে এসেছে। তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। এছাড়া অন্যান্য জায়গায় বিক্ষিপ্ত অশান্তি বাদ দিলে ভোট হয়েছে শান্তিতেই।
তবে জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার অধিকাংশ এলাকাই জলমগ্ন। ফলে এখানে ভোটগ্রহণে সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে ভোটারদেরও। এখানকার ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে ভোগ্রহণ সম্ভবই হয়নি। এই ২ ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে আগামী ১৬ অগাস্ট।