কিছুদিন আগেই ঝাড়খণ্ডের প্রবল বৃষ্টি ভাসিয়ে দিয়েছিল দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ঝাড়খণ্ড লাগোয়া বীরভূম। কদিন ক্ষান্ত দেওয়া পর ফের সেই ঝাড়খণ্ডে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। যা ফের আতঙ্ক বাড়াচ্ছে। ইতিমধ্যেই ময়ূরাক্ষী নদীর ওপর মাসাঞ্জোর বাঁধ থেকে জল ছাড়া শুরু হয়েছে। ১০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এছাড়া তিলপাড়া বাঁধ থেকেও প্রায় ১০ হাজার কিউসেক জল ছাড়ায় অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে।
ঝাড়খণ্ডে যেভাবে বৃষ্টি চলছে তাতে নদীগুলিতে জল বাড়তে বাধ্য। ফলে বাঁধগুলো থেকে জল ছাড়তেই হবে। যা কার্যত বীরভূমকেই বানভাসি করবে। কারণ বীরভূমের অন্যতম প্রধান নদী ময়ূরাক্ষীতে যদি জল বাড়ে তবে জেলার অন্য বেশ কিছু নদীতেও জল বাড়বে। অবস্থার দিকে কঠোর নজর রাখছে প্রশাসন।