প্রথম নজরে পড়ে দিঘা-সাঁতরাগাছি ট্রেনের গার্ডের। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর স্টেশনের কাছে রেল লাইনের ধারে পড়েছিল দেহটি। স্কুল ছাত্রীর অচেতন দেহ। ওই গার্ডই দেহটি উদ্ধার করে তমলুক নিয়ে আসেন। তারপর তমলুক স্টেশনে অচেতন মেয়েটিকে রেল পুলিশের হাতে তুলে দেন তিনি। দ্রুত তাকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
ছাত্রীর ব্যাগ থেকে একটি কার্ড পাওয়া গেছে। যাতে নাম লেখা আছে সুপর্ণা মণ্ডল। সে দশম শ্রেণির ছাত্রী বলেও কার্ড থেকে জানতে পেরেছে পুলিশ। ওই ছাত্রীর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে, নাকি কোনওভাবে তাকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। খোঁজ শুরু হয়েছে ছাত্রীর পরিবারের।