আরামবাগে স্বাধীনতা দিবসের সকালে উদ্ধার হল এক তৃণমূল নেতার দেহ। রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে থেকেই দেহ উদ্ধার হয়। তাঁর মাথায় ভারী কোনও কিছুর আঘাতের চিহ্ন ছিল। ঘটনায় কে বা কারা যুক্ত তা পরিস্কার নয়। তবে তাঁর পরিবারের দাবি মৃত দীপক সরকারের সঙ্গে কারও কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল বলে তাঁদের জানা নেই।
বাম জামানায় এলাকায় ডাকসাইটে ফরওয়ার্ড ব্লক নেতা হিসাবে পরিচিত ছিলেন দীপকবাবু। সে সময়ে ১৫ বছর আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। পালা বদলের পর তৃণমূল রাজ্যে ক্ষমতায় এলে পুরনো দল ছেড়ে তৃণমূলে যোগ দেন দীপক সরকার। এদিন তাঁর দেহ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দেহ ঘিরে আশপাশের মানুষের ভিড় জমে যায়।