বানভাসি জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভায় গত ১৩ অগাস্ট ভোটগ্রহণের কথা থাকলেও তা সম্ভব হয়নি। তখনই জানানো হয়েছিল ১৬ অগাস্ট ভোটগ্রহণ হবে এখানে। সেইমত এদিন সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ হয়েছে শান্তিতেই। অন্যদিকে পাঁশকুড়া পুরসভার একটি বুথে এদিন পুনর্নির্বাচন হয়। গত রবিবার ভোটের সময় এই বুথ থেকে ইভিএম লুঠের ঘটনা ঘটেছিল। ফলে নির্বাচন কমিশন এখানে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল। এদিন ভোট কড়া নিরাপত্তায় হলেও বিরোধীরা এদিন কোনও এজেন্ট দেয়নি।
পুনর্নির্বাচন হয়েছে দুর্গাপুরের ৩৪ নম্বর ওয়ার্ডের একটি বুথেও। এখানে গত রবিবার তৃণমূল বিজেপি সংঘর্ষ চরম আকার নেয়। অশান্ত হয়ে ওঠে কাদা রোড এলাকা। পুলিশকে মার, অস্ত্র লুঠ, ভাঙচুর, পাথরবর্ষণ, অগ্নিসংযোগ সহ অশান্তি চলে দফায় দফায় দিনভর। তারপরই এখানে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কমিশন। সেইমত এখানেও বুধবার ভোটগ্রহণ হয়। তবে এদিন কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।