শুক্রবার সকালে জল কিছুটা নামায় ২টি ইঞ্জিন চালিয়ে ট্রায়াল রান করাল রেল কর্তৃপক্ষ। রায়গঞ্জে এই ট্রায়াল রান করানো হয়। বোঝার চেষ্টা হয় লাইনের পরিস্থিতি। এদিন সকালে রেল পুলিশর তরফে ট্রায়াল রানের জন্য আগাম সতর্কতা জারি করা হয় রেল লাইনের ধারে সংসার পাতা দুর্গত মানুষজনের কাছে।
উঁচু জায়গার খোঁজে আপাতত এই রেললাইনের ধারই অনেকে বেছে নিচ্ছেন। পরিবার নিয়ে ত্রিপল টাঙিয়ে কোনওক্রমে দিন কাটাচ্ছেন। কবে জল নামবে অধীর আগ্রহে সেই প্রতীক্ষাই চালিয়ে যাচ্ছেন তাঁরা। এদিকে এদিন উত্তরবঙ্গের কিছু রুটে বাস চালু হয়েছে। মালদহ থেকে রায়গঞ্জ পর্যন্ত বাস চালু হলেও তাতে প্রবল ভিড়। সকলেই চাইছেন দ্রুত বাড়ি পৌঁছতে।