উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, ইটাহার, করণদিঘির বিশাল এলাকা এখনও জলের তলায়। বহু গ্রাম জলে হারিয়ে গেছে। এই অবস্থায় ত্রাণ নিয়ে দুর্গত মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধছিল। এদিন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল লুঠের আকারে।
খোদ খাদ্য দফতরের গোডাউনে হানা দিয়ে শাটার ভেঙে চালের বস্তা নিয়ে দৌড় দিলেন দুর্গত পুরুষ মহিলারা। যে যেমন পারলেন চালের বস্তা মাথায় করে ছুট দিলেন তাঁরা। নিমেষে লুঠ হয়ে গেল খাদ্য দফতরের মজুত করা চাল। সর্বসমক্ষেই চলল এই লুঠ। মরিয়া মানুষদের এই কাণ্ড চুপ করে দেখতে হল খাদ্য দফতরের আধিকারিক, কর্মীদের।