রাত তখন সওয়া ১২টা। এসময়ে দার্জিলিংয়ের অন্যতম প্রধান এলাকা চকবাজার ফাঁকা খাঁখাঁ করে। আচমকাই তীব্র শব্দে বিস্ফোরণ। ঘুমে অচেতন গোটা দার্জিলিংটা সেই শব্দে আঁতকে উঠল। রাতের অন্ধকারে আইইডি-র স্প্লিনটার ছুটল এলোপাথাড়ি। ফুটো করে দিল আশপাশের অনেক দোকানের বন্ধ শাটার। ঝনঝন করে ভেঙে পড়ল আশপাশের বাড়ির কাচের জানালা। খোঁদল হয়ে যায় পিচের রাস্তা। রাতেই পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে।
ভোরের আলো ফোটার পর ক্ষয়ক্ষতি আরও পরিস্কার হয়। চকবাজার ব্যস্ত এলাকা। সারাদিন ভিড় থাকে। সেখানে সকালে এমন ঘটনা ঘটলে প্রাণহানির ঘটনা ঘটত বলেই বিশ্বাস পুলিশের। তবে রাতে বিস্ফোরণ হওয়ায় প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। তবে কারা এভাবে আইইডি বিস্ফোরণ ঘটাল তা খতিয়ে দেখছে পুলিশ। ফরেনসিক আধিকারিকরা বৃষ্টিভেজা সকালেই ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ তদন্ত শুরু করেছে।