
বাঁকুড়ার সোনামুখীতে এক সিপিএম নেতাকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগের তির তৃণমূলের দিকে। সিপিএমের অভিযোগ তাঁদের এক নেতা সাধন বাগদিকে গত ৬ এপ্রিল থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। ওদিন প্রচার করার সময়েই তাঁকে মারের হুমকি দেয় তৃণমূলের কর্মীরা। বিষয়টি তিনি পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানান বলেও দাবি করেছে সিপিএম। তাঁদের অভিযোগ হুমকির কথা বিস্তারিত জানান সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। তারপর এদিন সকালে তাঁকে জনা পনেরোজন লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। এঁরা সকলেই তৃণমূল কর্মী বলে দাবি করেছে সিপিএম। যদিও তৃণমূলের তরফে আভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে মিছিলে যেতে না চাওয়ায় দক্ষিণ দিনাজপুরের বাগিচাপুরের বাসিন্দা রামজি গুপ্তকে মারধর ও চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।