
স্বামীর সঙ্গে গিয়েছিলেন ঘুগনি বেচতে। রাতে ঘুগনির ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর তিতকুমার গ্রামের অদূরে ফাঁকা রাস্তা। অভিযোগ সেখান দিয়ে ফেরার সময় তাঁদের পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী। ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে তারা। সকলেই মদ্যপ অবস্থায় ছিল। স্ত্রীকে রক্ষা করতে স্বামী এগিয়ে এলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। তারপর রক্তাক্ত স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ করে তারা। ঘটনার পর স্বামী-স্ত্রী দুজনকেই ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তদন্তে নেমেছে বাসন্তী থানা। মহিলার শারীরিক পরীক্ষাও করা হচ্ছে।
এদিকে এই ঘটনার পর থেকেই গোটা এলাকা জুড়ে চাপা উত্তেজনা রয়েছে। স্থানীয় মহিলাদের অভিযোগ ওই এলাকায় নিয়মিত রাস্তার ধারে মদের আসর বসে। তাঁরা সেখান দিয়ে যাতায়াত করলে নানা কুমন্তব্য করা হয়। এই ঘটনার পর নিজেদের সুরক্ষা নিয়েও আতঙ্কিত সকলে। গ্রামবাসীদের দাবি, পুলিশ কড়া ব্যবস্থা নিক। তাহলেই এখানে দুষ্কৃতী তাণ্ডব বন্ধ হবে।