State

পাহাড়ে ১২ দিনের জন্য উঠল বন্‌ধ

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে গোর্খা জনমুক্তি মোর্চার চিফ কো-অর্ডিনেটর বিনয় তামাং-এর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল এসেছিল নবান্নে। মঙ্গলবারের সেই বৈঠকেই মোর্চাকে বন্‌ধ প্রত্যাহারের অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিনয় তামাংরা পাহাড়ে ফেরেন। বিকেলে তাঁদের কেন্দ্রীয় কমিটি বৈঠকও করে। তারপরই বিনয় তামাং জানিয়ে দেন ১২ দিনের জন্য পাহাড়ে বন্‌ধ প্রত্যাহার করে নিল মোর্চা। ১২ সেপ্টেম্বর উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী ফের পাহাড় নিয়ে বৈঠকে বসবেন। ১ সেপ্টেম্বর থেকে সেই দিন পর্যন্ত অর্থাৎ ১২ দিন পাহাড় থেকে বন্‌ধ প্রত্যাহার করল মোর্চা। ৮০ দিন টানা বন্‌ধ চলার পর ফের ছন্দে ফেরার আলো দেখলেন পাহাড়বাসী। কিন্তু সত্যিই কী আলো মিলল?

বিনয় তামাংয়ের বন্‌ধ প্রত্যাহারের ঘোষণার পর মোর্চা নেতা বিমল গুরুং কিন্তু দলের অন্যতম নেতা রোশন গিরিকে দিয়ে জানিয়ে দিলেন বিনয় তামাংরা ভুল বলছেন। পাহাড় থেকে বন্‌ধ প্রত্যাহার হয়নি। বন্‌ধ যেমন চলছে, তেমনই চলবে। এতেই সমস্যায় পড়েছেন পাহাড়বাসী। অনেকেই বুঝে উঠতে পারছেন না বন্‌ধ সত্যিই প্রত্যাহার হল, নাকি হলনা! এতে বিমল-বিনয় সংঘাত যেমন প্রকাশ্যে এল, তেমনই মোর্চা যে ইতিমধ্যেই ভেঙে টুকরো হয়ে গিয়েছে তা পরিস্কার হয়ে গেল সকলের সামনে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button