বেলা ১০টা বেজে গেছে। তা সত্ত্বেও বিছানা ছাড়ার নাম করছে না ছেলে। এত বেলা করলে মাঠে চাষের কাজে যাবে কখন? তাই মা কিঞ্চিত চেঁচামেচি করেই ঘুম ভাঙায় ছেলের। তোফা ঘুম এভাবে ভাঙিয়ে দেওয়াটা একেবারেই নিতে পারেনি ছেলে। ঘুম থেকে উঠে কাটারি নিয়ে সোজা কুপিয়ে দেয় মাকে। রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন মা। ঘটনাস্থলেই প্রচুর রক্তপাতে মৃত্যু হয় মায়ের। যদিও তাতে বিশেষ হেলদোল দেখা যায়নি ছেলে মনসা পাতরের। গায়ে রক্ত, জামাকাপড়ে রক্ত। এই অবস্থাতেই সে দুলকি চালে বেরিয়ে প্রথমে যায় কাছের নদীতে। সেখানে রক্ত ধুয়ে লাগোয়া জঙ্গলে মিশে যায়। তারপর থেকে তার আর কোনও খোঁজ নেই। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে।
প্রতিবেশিরা জানান, মনসা এর আগে ভাইকেও কুপিয়ে খুন করে। মাস তিনেক আগের সেই ঘটনায় জেলবন্দি ছিল সে। সপ্তাহখানেক আগে জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফেরে সে। ভাইয়ের পর এবার তার বলি হলেন মা। মনসার এই কাণ্ডে আতঙ্কিত গ্রামবাসীরা। পুলিশ খুঁজছে অভিযুক্ত মনসা পাতরকে।