পাহাড়ে বিমল গুরুং ও বিনয় তামাং শিবির যে দুভাগে ভাগ হয়ে গেছে তা আর গোপন নেই। এদিন সেই দুই যুযুধান শিবিরের দুটি মিছিল ঘিরে উত্তেজনা চরমে উঠতে উঠতেও উঠল না। এদিন বেলা ১০টা নাগাদ বন্ধ প্রত্যাহারের সমর্থনে মিছিল বার করেন বিনয় তামাংপন্থী মোর্চা নেতা অনীত থাপা। অন্যদিকে বন্ধের সমর্থনে মিছিল বার করে বিমল গুরুংপন্থী মহিলা মোর্চা। দুটি মিছিল কার্শিয়ং স্টেশনের কাছে এসে পৌঁছয় বেলা ১১টা নাগাদ। সেই সময়ে দুটি মিছিল সমান্তরালভাবে এগোতে থাকে।
মহিলা মোর্চা এদিন যতটাই সরব ছিল, বিনয় তামাংপন্থী অনীত থাপার মিছিল ছিল ততটাই মৌন। বন্ধের বিরোধিতা করে নিঃশব্দে এগোনো সেই মিছিলের গা ঘেঁষে এগোনোর সময় একসময়ে অনীত থাপার মিছিলে ঢুকে পড়ে প্রবলভাবে বন্ধের সমর্থনে স্লোগান দিতে থাকেন মহিলা মোর্চার সমর্থকেরা। তখন যা পরিস্থিতি ছিল তাতে যে কোনও মুহুর্তে গণ্ডগোল লেগে যেতে পারত। অবস্থা বেগতিক বুঝে দ্রুত পুলিশ বাড়ানো হয়। ক্রমশ স্লোগান দিতে দিতে কিছুটা এগিয়ে যায় মহিলা মোর্চা। দুটি মিছিলের মাঝে চলে আসে প্রচুর পুলিশ। ফলে অবস্থা কিছুটা শান্ত হয়। যদিও দুই তরফেই জানানো হয়েছে তাদের মিছিল, মিটিং আগামী দিনেও অব্যাহত থাকবে।