সকাল ১১টা। দার্জিলিংয়ের চকবাজার এলাকায় মোর্চার একটি মিছিল এসে হাজির হয়। বন্ধের সমর্থনে স্লোগান দিতে থাকে তারা। তারপর রাস্তা আটকে জমায়েত শুরু করে। পুলিশ তাদের সরে যেতে বললে আচমকাই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। পাল্টা পুলিশও লাঠিচার্জ করে। পরে মারমুখী মোর্চা সমর্থকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
তবে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সামনে আস্তে আস্তে সরে যেতে থাকেন মোর্চা সমর্থকেরা। গোটা এলাকার দখল নেয় পুলিশ। এরপর অবস্থা পুলিশের আয়ত্তে এলেও বিকেল পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করেছে চকবাজারে।