পাহাড়ে পরপর আইইডি বিস্ফোরণ পুলিশের ঘুম ছুটিয়ে দিয়েছিল। তন্নতন্ন করে চলছিল আইইডি কোথা থেকে আসছে তার তল্লাশি। সেই তল্লাশিতে সাফল্য পেল দার্জিলিং পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, পাতলেবাসের কাছে লিম্বু বস্তিতে বিস্ফোরক তৈরির কারখানার হদিস মিলেছে। এখানে একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে বোমা তৈরির বিভিন্ন উপকরণ। এখানে বিস্ফোরক তৈরির কাজ হচ্ছিল বলে নিশ্চিত পুলিশ। পুলিশের অনুমান গত দেড় মাস ধরেই এখানে লুকিয়ে বিস্ফোরক তৈরির কাজ চলছিল। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। বিমল গুরুংয়ের কার্যালয়ের খুব কাছেই এই লিম্বু বস্তি। এছাড়া বিমল গুরুংয়ের বেশ কয়েকজন ঘনিষ্ঠের বাড়িতেও হানা দিয়ে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
এদিকে পুলিশ নিশ্চিত, দেশদ্রোহিতার মামলায় অভিযুক্ত বিমল গুরুং সিকিমেই লুকিয়ে আছেন। তাঁকে গ্রেফতার করতে সিকিম পুলিশকে চিঠিও পাঠাচ্ছে পুলিশ। পাহাড় সমস্যার সমাধানে এদিন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে গিয়ে দেখা করে মোর্চার একটি প্রতিনিধিদল।