কখনও আশার আলো জ্বলে উঠছে, পরক্ষণেই ফের সব তালগোল পাকিয়ে যাচ্ছে। ফলে পাহাড় ক্রমশ সচলের চেষ্টা চালালেও তা কোথাও গিয়ে থমকে যাচ্ছে। যা হল বৃহস্পতিবার।
এদিন সকাল থেকে পুলিশের আশ্বাসে কার্শিয়ংয়ের অনেকগুলি দোকানের ঝাঁপ খুলেছিল। বিক্রিবাটাও শুরু হয়েছিল। ক্রেতারাও ভিড় জমাচ্ছিলেন। স্বাভাবিক জনজীবনের একটা চেহারা ক্রমশ স্পষ্ট হতে শুরু করেছিল। কিন্তু কয়েকঘণ্টার ব্যবধানে ফের যে কে সেই। তাড়াহুড়ো করে সব দোকান বন্ধ করে দিলেন দোকানিরা। কারণ খুব পরিস্কার। কিছুক্ষণের মধ্যেই বিমল গুরুংপন্থীদের মিছিল থাকায় কোনও ঝুঁকি নিতে রাজি নন তাঁরা। পাহাড়ে এদিন সকালটা একরকম চেহারা দেখালেও বেলা বাড়তে ফের বন্ধের স্তব্ধতা পেয়ে বসল গোটা এলাকাকে।